১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

ইরানের ৮০ ভাগ সুন্নি এলাকা দারিদ্র্যসীমার নিচে

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: 

পূর্ব ইরানের সুন্নি সংখ্যাগরিষ্ঠ বেলুচিস্তান প্রদেশের ৮০ ভাগ এলাকা এখনো দারিদ্রসীমার নিচে রয়েছে বলে জানিয়েছেন ইরানি পার্লামেন্টের সদস্য হুসাইন আলী শাহরিয়ারি। বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন, যদিও পেশোয়ারে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ব্যক্তি কিংবা পরিবার সম্পর্কে প্রকৃত সরকারি কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। তথাপি ধারণা করা যায়, এ প্রদেশের শতকরা ৮০ ভাগ বাসিন্দা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। খবর: আল-আরাবিয়া আরবি।

ইরানি সংসদ ও সংসদের স্বাস্থ্য বিষয়ক বোর্ডের এ সদস্য বলেন, ইরানের বেলুচিস্তানে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের যত বাসিন্দা আছেন, তারা সবাই চরম দরিদ্রে জর্জরিত। অথচ সংসদ তাদের দারিদ্র্যসীমার নিচ থেকে বের হতে সাহায্য করতে অপারগ। বেলুচ এক্টিভিস্টদের অভিযোগ, ইরান সরকার বেলুচিস্তান প্রদেশের সুন্নি অঞ্চলগুলোতে দিনের পর দিন গোত্রীয় রাজনীতি অব্যাহত রেখেছে। সেখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে পড়েছে, যেগুলোতে ন্যূনতম শিক্ষা দেওয়া হয় না।

এদিকে, দুই মাস আগে এক ইরানি কর্মকর্তা বলেছেন, ইরানের যে তিনটি প্রদেশ ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে, বেলুচিস্তান তার অন্যতম। খাদ্য সংকটে এখানকার শিশুরা অপুষ্টি ও স্বাস্থ্যহীনতার শিকার। জনগোষ্ঠীর কত সংখ্যক মানুষ ইরানে দারিদ্র্যসীমার নিচে এমন প্রশ্নে শাহরিয়ারি বলেন, ‘সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও এ বাস্তবতা অস্বীকার করা যাবে না যে, অধিকাংশ জনগণই দারিদ্র্যসীমার নিচে বাস করছেন।’

উল্লেখ্য, দরিদ্র ও বেকারত্ব মোকাবেলায় গুরুত্ব দেওয়ার স্থলে ইরান সরকার নতুন বছরে সবচেয়ে বড় বাজেট বরাদ্দ করেছে বিপ্লবী গার্ড ও বিতর্কিত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র খাতে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৯, ২০১৭ ২:২৬ অপরাহ্ণ