১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৪

ডায়াবেটিক রোগীদের ডিজিটাল নিবন্ধন শুরু

স্বাস্থ্য ডেস্ক:

দেশে প্রথমবারেরমত জাতীয় ডিজিটাল ডায়াবেটিস রোগী নিবন্ধন পদ্বতি শুরু হলো। এতে করে ডায়াবেটিসের সঙ্গে দিনযাপন করা রোগীর জন্য গুণগত সেবা নিশ্চিত করা যাবে।

নভো নরডিস্কেও সহযোগীতায় এই নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করবে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বাডাস) ও দেশে জুড়ে থাকা তাদের শাখা ও সহযোগী প্রতিষ্ঠানগুলো।

এই যুগান্তকারী কাজটি সম্পাদন করতে বাডাসের সভাপতি অধ্যাপক একে আজাদ খান ও নভো নরডিস্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফ্রেডরিক কিয়ার চুক্তি স্বাক্ষর করেছেন।

প্রফেসর আজাদ বলেন, ‘বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সঠিক কোনো সংখ্যা বা এ সংক্রান্ত জরিপের উদ্যোগ এখন পর্যন্ত নেয়া হয়নি। দেশ জুড়ে এই নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে রোগীর সংখ্যাই শুধু নয়, একটা সঠিক চিত্র পাওয়া যাবে বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল নিবন্ধনের ফলে দেশে বসবাসকারী রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা, তিন মাসের গ্লুকোজের গড় হিসাব (এইচবিএওয়ানসি) জানা যাবে।

নভো নরডিস্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফ্রেডরিক কিয়ার বলেন,‘ডায়াবেটিস প্রতিরোধের জন্য এর গতি-প্রকৃতি সম্পর্কে ধারণা থাকা খুব জরুরি। পুরো পৃথিবীতে এই রোগ যাতে মহামারী আকার ধারণ করতে না পারে তার পেছনে ৯০ বছরের ও বেশি সময় ধরে কাজ করছে নভো নরডিস্ক।’

তিনি জানান বাংলাদেশে ডিজিটাল নিবন্ধনের ফলে রোগীদের স্বাস্থ্য সম্পর্কে সঠিক চিত্র তুলে ধরা সম্ভব হবে।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্যমতে, বাংলাদেশে এখন প্রায় ৬.৯ মিলিয়ন ডায়াবেটিস রোগীর বসবাস। ২০৪৫ সাল নাগাদ এটি ১৩.৭ মিলিয়ন হবে যা বিশ্বব্যাপী নবম অবস্থান। তাই সচেনতন হওয়ার এখনই সময়। বাংলাদেশে শুধুমাত্র ২০১৭ সালেই ৯৭, ৬৪১ জনের মৃত্যুর কারণ ডায়াবেটিস।

নভো নরডিস্ক এসকেএফ ফার্মার সাথে অংশীদারীত্বের মাধ্যেমে ২০১২ সাল থেকেই বাংলাদেশে হিউম্যান ইনসুলিন তৈরি করে আসছে এবং ট্রান্সকম ডিস্ট্রিবিউশন দেশব্যাপী সরবরাহ করে আসছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ৭:০১ অপরাহ্ণ