নিজস্ব প্রতিবেদক:
অনুমতি ছাড়া রাজধানীর ফার্মগেইটে শহীদ আনোয়ারা পার্কে কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরশের জন্য বানানো অস্থায়ী তোরণ ভেঙে দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল- ৫ এর নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমানের নেতৃত্বে রোববার সকালে এই অভিযান চলে। এসময় ওরসে অংশ নেওয়া ব্যক্তিদের পার্কের ভেতরে মঞ্চ তৈরির করতে রাখা বাঁশ এবং অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অজিয়র রহমান বলেন, অনুমতি ছাড়াই অবৈধভাবে করা তোরণ ভেঙে ফেলা হয়েছে।
গত ২৫ বছর ধরে এই স্থানটিতে বার্ষিক ওরসের আয়োজন করে আসছে কুতুববাগ দরবার শরীফ। এতে ওই এলাকায় যানজটসহ জনসাধারণের ভোগান্তি দেখা দেয়। নষ্ট হয় পার্কটির পরিবেশ। কুতুববাগ দরবার শরীফের এই আয়োজনকে ঘিরে মাসব্যাপী চলে নানা কর্মযজ্ঞ। ওরসের জন্য সাজানো মঞ্চ, আলোকসজ্জা ও দান হিসেবে আসা পশু রাখার কারণে জনদুর্ভোগ বাড়ে। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতবছর এই আয়োজনে হস্তক্ষেপ করেছিলেন ডিএনসিসির তৎকালীন মেয়র আনিসুল হক।
দৈনিক দেশজনতা /এন আর