নিজস্ব প্রতিবেদক:
শুধু সরকারের ওপর নির্ভর না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ঢাকায় আয়োজিত ‘কমিউনিটি রেজিল্যান্স টু ক্লাইমেট চেঞ্জ ইন দ্যা বে-অফ বেঙ্গল’ শীর্ষক ৪র্থ উপ-আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে যেসব প্রাকৃতিক অঘটন ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে সেই আলোকে সেসব অঞ্চলের জনগণকে জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকি থেকে কীভাবে বাঁচানো যায় সেই লক্ষ্যে তাদের সক্ষমতা বাড়াতে উপআঞ্চলিক উদ্যোগ আরও শক্তিশালী করতে হবে।
ডেপুটি স্পিকার বলেন, এই ওয়ার্কশপের মাধ্যমে বিভিন্ন উপায় ও পন্থা বের হয়ে আসবে যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে সহযোগিতা করবে।
দৈনিক দেশজনতা /এন আর