নিজস্ব প্রতিবেদক:
সাভারের নবীনগর থেকে মতিঝিল পর্যন্ত এসি বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
আজ (রোববার) সকালে রাজধানীর গাবতলীতে বিআরটিসির বাস ডিপো এবং মোবাইল অ্যাপস ‘কতদূর’ উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে ১০টি এসি বাসের মাধ্যমে নবীনগর (সাভার) থেকে মতিঝিল পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কে যাত্রীসেবা প্রদান করা হবে। এছাড়া মোবাইল অ্যাপস ‘কতদূর’-এর মাধ্যমে গাড়ি চলাচলের রুট, গাড়ির অবস্থান, সম্ভাব্য সময়সহ প্রভৃতি তথ্য জানা যাবে।
এ সময় তিনি ঘন কুয়াশার মধ্যে যানবাহনের গতি সীমিত রেখে সাবধানে গাড়ি চালাতে চালকদের অনুরোধ জানান।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরীর ব্যস্ততম এলাকায় বিআরটিসির গাবতলী বাস ডিপোর মাধ্যমে মহানগরী ছাড়াও আন্তঃজেলা রুটের যাত্রীরা পরিষেবা পাবেন।
এ সময় সংসদ সদস্য আসলামুল হক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়াসহ ডিপো ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা/এন এইচ