১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৮

চিলিতে ভূমিধসে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
চিলির প্রচণ্ড বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে চাপা পড়েছে দক্ষিণাঞ্চলের গ্রাম ভিলা সান্টা লুসিয়া। শনিবারের ভূমিধসে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর।
এখনো ১৫ জন নিখোঁজ রয়েছে। হ্রদ অঞ্চল হিসেবে খ্যাত জায়গাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। ভূমিধসে অঞ্চলটির বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, দেশটির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট সেই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেন, ভিলা সান্টা লুসিয়া এলাকায় প্রয়োজনীয় সবকিছু করতে উদ্ধারকর্মীদের নির্দেশ দিয়েছি।
গত ২৪ ঘণ্টায় অস্বাভাবিক বৃষ্টির কারণে গ্রামটির চারপাশের পর্বত থেকে নেমে আসা ভূমিধসে গ্রামটি চাপা পড়ে। সেখান থেকে অনেক মানুষকে হেলিকপ্টারে করে উদ্ধার করে পার্শ্ববর্তী শহরে নেয়া হয়। রবিবার চিলিতে প্রেসিডেন্ট নির্বাচন, ভূমিধসের পরেও পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিবিসি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ৫:১৬ অপরাহ্ণ