১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

শাওমি আনছে ইলেকট্রিক কার

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

চীনের জনপ্রিয় হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি এবার বাজারে ইলেকট্রিক কার আনছে। নিজেদের ব্যাবসা বাড়াতে নতুন কৌশলের অংশ হিসেবে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের পাশাপাশি স্মার্ট ইলেকট্রিক কার তৈরিতে মনোনিবেশ করেছে। ইকোনমিক টাইমসের এক রিপোর্ট অনুযায়ী বেজিং-এ নিয়মিত নতুন কোম্পানির নিবন্ধন করছে শাওমি। সম্ভবত ইলেক্ট্রিক গাড়ি তৈরির ব্যবসা শুরু করতে চলেছে শাওমি।ইলেকট্রিক কার ছাড়াও নতুন পেমেন্ট ব্যাংক ও পেমেন্ট গেটওয়ে কোম্পানি শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। এমনকি এসব কোম্পানির নামে নিবন্ধনও নিয়েছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে শাওমি গেমিং কনসোল, ল্যাপটপ, লাইফস্টাইল প্রোডাক্ট, কম্পিউটার অ্যাকসেসারিজ তৈরিতে নজর দিচ্ছে। সঙ্গে খেলনা, ব্যাকপ্যাক, জামাকাপড়, সুটকেস তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

চীনে ইতিমধ্যেই ইলেকট্রিক বাইক চালুর ঘোষাণা দিয়ে আলোচনায় এসেছে শাওমি। চীনে শাওমি টিভি, ট্যাবলেট, ল্যাপটপ, ব্লাড প্রেশার মনিটর, ইলেকট্রিক  টুথব্রাশ, স্মার্ট লাইটিং সলিউশন বিক্রি করে শাওমি। খুব শিগগিরই এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, ভ্যাকিউম ক্লিনার বিক্রি শুরু করবে শাওমি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ১২:৪০ অপরাহ্ণ