আন্তর্জাতিক ডেস্ক:
যৌন হয়রানির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আরও একজন আইনপ্রণেতা। দেশটির ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির টেক্সাস রাজ্য থেকে নির্বাচিত ওই আইনপ্রণেতার নাম ব্লেক ফ্যারেন্টহোল্ড। তিনি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য। ফ্যারেন্টহোল্ড তার সাবেক পুরুষ সহযোগী মাইকেল রেকোলাকে যৌন হয়রানির অভিযোগে তদন্তাধীন রয়েছেন। রেকোলা বৃহস্পতিবার সিএনএনকে এক সাক্ষাৎকারে বলেছেন, ফ্যারেন্টহোল্ডের অসদাচরণের শিকার হয়ে তিনি এতটাই ভেঙে পড়েন যে, তাকে মানসিক চিকৎসা নিতে হয়েছিল।
এর আগে ২০১৪ সালে ফ্যারেন্টহোল্ডের সাবেক মুখপাত্র লরেন গ্রিন তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেন। মীমাংসার মাধ্যমে তিনি তার কাছ থেকে ৮২ হাজার ডলার পেয়েছিলেন। খবর বিবিসির। যৌন হয়রানি ও লিঙ্গ-বৈষম্যের অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করা মার্কিন কংগ্রেসম্যানদের মধ্যে তার অবস্থান চার নম্বরে। এর আগে এ মাসেই যৌন অসদাচরণের অভিযুক্ত হওয়ার পর পুনরায় নির্বাচন না করার ঘোষণা দেন আরও তিন মার্কিন আইনপ্রণেতা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

