১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৪

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে ট্রাকের ধাক্কায় দুই মোটারসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক যুবক। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে । নিহতরা হলেন- মেঘারবাড়ি গ্রামের ফুলুর ছেলে মামুন (২৫), হেলালের ছেলে আনোয়ার হেসেন (২৪), ডিগ্রিরচর গ্রামের সাইফুল (৩২) ও জাহাঙ্গীর আলম (৩২)। এ দুর্ঘটনায় আহত আরেক যুবক হলেন- মেঘারবাড়ি গ্রামের ফটকুর ছেলে সুজন (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসলামপুর থেকে জামালপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে যায়। এতে মেলান্দহ থেকে ইসলামপুরগামী দু’টি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহত সুজনকে জামালপুর হাসপাতালে ভর্তি করেছে। বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ১০:৪৬ পূর্বাহ্ণ