১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৭

বিএনপির বিজয় র‌্যালি আজ

নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস উপলক্ষে আজ রোববার রাজধানী ঢাকা মহানগরীতে বিজয় র‌্যালি করবে বিএনপি। দুপুর ২টার দিকে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করবে দলটি। শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে রিজভী জানান, র‌্যালির নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে শান্তিপূর্ণভাবে বিজয় র‌্যালি কর্মসূচি সফল করতে দল থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিজয় র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে কোন পথে যাবে, এখনও তা চূড়ান্ত করেনি বিএনপি। তবে নয়াপল্টন থেকে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার গিয়ে র‌্যালি শেষ হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং দলের সিনিয়র নেতৃবৃন্দসহ সারাদেশে সব পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সোমবার ঢাকা মহানগরীসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। সমাবেশ সফল করে তুলতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ১০:৫১ পূর্বাহ্ণ