১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

আব্দুর রাজ্জাক স্কুল এন্ড কলেজে দুর্নীতির কালো ছায়া

আশিকুর রহমান ব্রাক্ষনবাড়ীয়া প্রতিনিধি :

আলহাজ্ব আব্দুর রাজ্জাক একাডেমী স্কুল এন্ড কলেজ রাধানগর,নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ২১ শে নভেম্বর ২০১৬ ইং তারিখে মেনেজিং কমিটি গঠন করা হয় দুজনকে নিয়ে।  আলহাজ্ব আব্দুর রাজ্জাক একাডেমী স্কুল এন্ড কলেজের বর্তমান সভাপতি জনাব মোঃ আব্দুর রাজ্জাক এবং দুজন মেনেজিং কমিটির সদস্য জনাব মোঃ মোবারক মিয়া ও জনাব মোঃ আসু মিয়া। কিন্তু সাবেক মেনেজিং কমিটির সাথে কথা বলে জানা যায়,জনাব মোঃ আসু মিয়ার কোন সন্তান নেয়,তবে তিনি দুজন সন্তানকে পালক আনেন। একজন মেয়ে আর একজন ছেলে। জনাব মোঃ আসু মিয়ার পালক মেয়ে বৃষ্টি আক্তার ২০১৭ ইং জানুয়ারির দ্বিতীয় সাপ্তাহে আলহাজ্ব আব্দুর রাজ্জাক একাডেমী স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। কিন্তু আলহাজ্ব আব্দুর রাজ্জাক একাডেমী স্কুল এন্ড কলেজের বর্তমান মেনেজিং কমিটি গঠন করা হয়য় ২১শে নভেম্বর ২০১৬ ইং তারিখে। তাহলে জনাব মোঃ আসু মিয়া কি ভাবে স্কুল মেনেজিং কমিটিতে আসে, এলাকাবাসী প্রশ্ন রাখে? জনাব মোঃ মোবারক মিয়ার ছেলে অষ্টম শ্রেণীতে পড়ে কিন্তু সব ঠিক থাকলেও জনাব আসু মিয়া স্কুল মেনেজিং কমিটিতে আসে দুর্নীতি করে। স্কুলের টাকা খাওয়ার লোভে স্কুলের প্রধান শিক্ষক জনাব সাহাবুদ্দিন ৫০,০০০ টাকা ঘুস নিয়ে জনাব আসু মিয়াকে মেনেজিং কমিটির সদস্য বানানো হয়। সাবেক মেনেজিং এর দাবি আলহাজ্ব আব্দুর রাজ্জাক একাডেমী স্কুল এন্ড কলেজ মেনেজিং কমিটি ২১শে নভেম্বর ২০১৬ ইং মেনেজিং কমিটি বানানো হয় সম্পূর্ন দূর্নীতি করে, কাউকে না জানিয়ে অধিক টাকা ঘুস খেয়ে।। সাবেক মেনেজিং কমিটি ও এলাবাসীর দাবি উপজেলার মাধ্যমিক অফিসার যেন সব তথ্য হাতিয়ে দেখে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১৬, ২০১৭ ৫:০৭ অপরাহ্ণ