নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকামুখী সিরাজগঞ্জের যাত্রীরা। শনিবার সকাল থেকে বাসস্ট্যান্ড, বাস কাউন্টারগুলোতে দেখা যায় যাত্রীদের উপচেপড়া ভীড়। জানা যায়, ঢাকা-টাঙ্গাইল রোডে রাস্তা মেরামতের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শনিবার ভোরে ঢাকা ছেড়ে আসা কোনো বাস সিরাজগঞ্জে এখনো আসেনি।
তাই যাত্রীদের এ পরিস্থিতির সৃষ্টি হয়। কোনো বাস এখনও সিরাজগঞ্জে না আসায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গত এক সপ্তাহ ধরে মহাসড়কে এমন পরিস্থিতি বলে জানিয়েছেন দুর্ভোগে পড়া যাত্রীরা। ঢাকামুখী যাত্রী সাব্বির হোসেন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত কাউন্টারেই বসে আছি। ঢাকা থেকে কোন গাড়ি এখনো আসেনি রাস্তায় যানজটের কারণে। কখন বাস আসবে কাউন্টার মাস্টার তাও বলতে পারছে না।
যাত্রী ফরিদা পারভীন জানান, টিকিট কেটে সকাল ৭টা থেকে বসে আছেন তিনি। কিন্তু কোনো গাড়ি না থাকায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। কাউন্টার মাস্টার বলছেন যাজটের কারণে বাস আসতে দেরি হচ্ছে। কিন্তু কখন আসবে তাও বলতে পারছেন না।
কাউন্টার ম্যানেজার আলম মিয়া জানান, সিরাজগঞ্জ বিটের বাসগুলো সব ছেড়ে গেছে। কিন্তু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের কারণে একটি গাড়িও এখনো সিরাজগঞ্জে আসেনি। সিরাজগঞ্জ কাউন্টার থেকে একাধিক টিকিট বিক্রি করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল রোড সংস্কারের কাজ চলছে। এজন্য যানজটে গাড়ী ঠিক সময়ে আসতে না পেরে যাত্রীরা দুর্ভোগে পড়েছে বলে জানালেন তিনি।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ জানান, ঢাকা-টাঙ্গাইলের রাস্তা মেরামতের কারণে যানজটের সৃষ্টি হয়েছে শুনেছি। তবে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় কোনো যানজট নেই বলে জানিয়েছেন ওসি।
দৈনিক দেশজনতা /এমএইচ