২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৩

যুদ্ধের নাটক ‘সমর্পণ’

নিজস্ব প্রতিবেদক:

বিজয় দিবসের বিশেষ নাটক ‘সমর্পণ’ শনিবার রাত ৮টায় প্রচার হবে আরটিভিতে। মনসুর রহমান চঞ্চলের রচনা থেকে পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। ১৯৭১ সালে একটি গ্রামের সবাই জেনে গেছে দেশে যুদ্ধ শুরু হয়েছে। ফোরকান সবাইকে আশস্ত করেন, তাদের গ্রামে মিলিটারি ঢুকবে না। ঢুকলেও কারো কোনো ক্ষতি হবে না।

কিন্তু একসময় হানাদার বাহিনী গ্রামের স্কুল মাঠে ক্যাম্প করে। ফোরকান আগেভাগে গিয়ে তাদের সঙ্গে সখ্য গড়ে তোলে। আশপাশের এলাকার মুক্তিযোদ্ধাদের খোঁজখবর দেওয়ার সঙ্গে পাকিস্তানিদের খুশি করতে মেয়েদের জোর করে ক্যাম্পে পাঠানো তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়ায়।

এক রাতে ফোরকানের স্ত্রী শিউলীর কাছে আশ্রয় চায় সমবয়সী কুসুম। শিউলী তাকে লুকিয়ে রাখে। কিন্তু রাতের বেলায় কুসুমের কান্না শুনে সব বুঝে ফেলে ফোরকান। অসহায় মেয়েটিকে তুলে দেয় হানাদারদের হাতে।

নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, নাদিয়া নদী, রিমি করিমসহ অনেকে। ‘সমর্পণ’-এ নিশো অভিনয় করেছেন ফোরকান চরিত্রে। এবারই প্রথম জনপ্রিয় এ নায়ককে পাওয়া যাবে রাজাকার চরিত্রে। এছাড়া শিউলী ও কুসুম চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে নদিয়া ও রিমিকে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৬, ২০১৭ ১:০৮ অপরাহ্ণ