১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৪

ডেমরায় রানা হত্যা: ৪ জনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ডেমরায় রানা (২৬) নামে এক যুবককে হত্যার ঘটনায় ৪ জনকে ফাঁসি ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সর্দার এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মাসুম, আল আমিন ওরফে আলম, শফিকুল ইসলাম ওরফে রবিন ও মো. জাহাঙ্গীর হোসেন। তার সবাই পলাতক রয়েছে। মামলার অন্য দুই আসামি মো. বাবলা এবং মনির হোসেন ওরফে সন্ত্রাসী মনিরকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।
রায়ের বিবরণ থেকে জানা গেছে, নিহত রানা এবং দণ্ডপ্রাপ্ত আসামিরা যাত্রাবাড়ি এলাকার চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী। চাঁদার টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বে আট বছর আগে ওই যুবককে হত্যা করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ৫:৪০ অপরাহ্ণ