২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৬

এককভাবে ২০২৩ বিশ্বকাপ আয়োজন করবে ভারত

স্পোর্টস ডেস্ক:

এই প্রথম এককভাবে বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। গত সোমবার বিসিসিআইয়ের সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিরও আয়োজক হবে ভারত।

এর আগে তিনবার বিশ্বকাপের সহযোগী আয়োজক ছিল বিসিসিআই। তবে আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের একক আয়োজক হতে যাচ্ছে তারা। শুধু তাই নয়! ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিরও একক আয়োজক ভারত। এর আগে ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল তারা।

বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী আরও জানান, বিসিসিআইয়ের অনুমোদিত এফটিপি অনুসারে ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলে ৮১টি ম্যাচ খেলবে। যে সময়ে বিরাট কোহলির নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ৫:৪৮ অপরাহ্ণ