২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:২০

শাহজালালে আমদানি নিষিদ্ধ ৭ লাখ টাকার ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ মূল্যবান ওষধ (ট্যাবলেট ও ইনজেকশন) উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। সোমবার রাত ১০টায় মিসর থেকে আসা এতিহাদ এয়ারলাইনস (Etihad Airlines) এর (ফ্লাইট নং EY258) যাত্রীর কাছ থেকে ওইসব ওষুধ উদ্ধার করা হয়। আটককৃত যাত্রীর নাম মোহাম্মদ ইউসুফ (২৯)। তার বাড়ি লক্ষীপুরের কমলনগরে। পেশায় তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ ইউসুফের উপর নজরদারী রাখা হয়। তিনি বিমান বন্দরের গ্রীন চ্যানেল অতিক্রমের পর তার ব্যাগেজ স্ক্যান করা হয় এবং ব্যাগ থেকে বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ মূল্যবান ওষধ (ট্যাবলেট ও ইনজেকশন) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষধের আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা। আমদানি নীতি অনুযায়ী রোগীর ব্যবস্থাপত্র ব্যতীত বা ওষধ প্রশাসনের পূর্বানুমতি ব্যতীত কোন ওষধ বাংলাদেশে আমদানি করা নিষেধ। এ বিষয়ে শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ৫:১৬ অপরাহ্ণ