১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী ৩ জনের ১ জন শিশু

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে তিনজনের একজন শিশু। সম্প্রতি ইউনিসেফের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইন্টারনেট আসক্তি থেকে শিশুদের দূরে রাখতে এবং তাদের পরিপূর্ণ মানসিক বিকাশে যথাযথ পদক্ষেপ নিতে প্রতিবেদনে বলা হয়েছে।

ইউনিসেফ এই প্রথম ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে জরিপ চালিয়ে শিশুদের ওপর এর প্রভাব এবং তাদের জীবনে ডিজিটাল প্রযুক্তির ঝুঁকি এবং সুযোগ উভয় বিষয় দি ‘স্টেট অব অব দি ওয়ার্ল্ড’স চিলড্রেন ২০১৭’ শীর্র্ষক প্রতিবেদন উপস্থাপন করেছে। ওই প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে।

 প্রতিবেদনে আরও বলা হয়, সরকারি এবং বেসরকারি খাতের কেউ শিশুদের ডিজিটাল প্রযুক্তির নতুন ঝুঁকি ও ক্ষতির ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।

তবে ইউনিসেফের নির্বাহী পরিচালক এ্যান্থনী লেক বলেন, আরো ভালোর জন্য এবং আরো খারাপের জন্য যাই বলি না কেন ডিজিটাল প্রযুক্তি এখন আমাদের জীবনে অপরিহার্য একটি বিষয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ১২:০২ অপরাহ্ণ