১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৭

নোয়াখালীতে ইউপি নির্বাচনের প্রচারণায় হামলা, আহত ৭

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুর নবী বাবুলের নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার রাতে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ছনখোলায় এ ঘটনা ঘটে।

এতে নুর নবী বাবুলের ৭ জন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, সদর উপজলো যুবদল নেতা মো. গোলাম হোসনে সারোয়ার, নোয়াখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজগর হোসনে, ইউনয়িন যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবলুসহ ৭ জন।

চেয়ারম্যান প্রার্থী নুর নবী বাবুল বলেন, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নোয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমার প্রচার-প্রচারণা চলছিল। ১০-১২ জন দেশি অস্ত্র-সস্ত্র নিয়ে মাইক্রোবাসযোগে এসে ইউনিয়নের ছনখোলা নামক স্থানে ধানের শীষের প্রচারণায় অতির্কিতে হামলা ও ভাংচুর চালায়। এটা নির্বাচনী প্রতিপক্ষের কাজ। এতে আমার ৭জন কর্মী আহত হয় এবং দুইটি প্রচারণার গাড়িতে ব্যাপক ভাংচুর করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে এখনো আমরা কোনো লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ১১:৫৭ পূর্বাহ্ণ