১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৯

শৈলকুপায় আ.লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপায় রাজনৈতিক দ্বন্দ্বের জেরে মাঠেই পচে নষ্ট হচ্ছে ১২ বিঘা জমির পাকা ধান। উপজেলার লক্ষনদিয়া গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে চলছে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের অস্ত্রের মহড়া। সংঘাত এড়াতে গত এক মাস ধরে দফায় দফায় প্রশাসনিক বৈঠক হলেও আশানুরুপ ফল নেই। সমাজপতিদের রাজনৈতিক কূটকৌশলে আটকে মাটিতে মিশে একাকার হয়ে যাচ্ছে মাঠভরা পাকা ধান।

এ বিষয়ে আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, দীর্ঘদিন চাষাবাদ করে জমি দখলে রাখা লক্ষনদিয়া গ্রামের সোরাপ সেখ নিজেকে কয়েক দাগে ১২ বিঘা জমির মালিক দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। অন্যদিকে জমির প্রকৃত মালিক দাবিদার নাসির মুন্সী গং পৈত্রিক জমির দলিল-প্রমাণ পেশ করেও দখল হারিয়ে বিপাকে পড়েছেন।

নির্বাচন পরবর্তী আবাইপুর ইউনিয়নে স্থানীয়ভাবে দাঙ্গা-হাঙ্গামা আর রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়তে থাকে। এর জের ধরে লক্ষনদিয়া মাঠে নাসির মুন্সীর জমির দখলে থাকা চাষিরা ষোল আনা ফসল ঘরে তুলে নেয়। বর্তমানে তারা নিজেদের ১২ বিঘা জমির মালিক বলে দাবি করছেন। তবে কয়েকবার সালিশ বৈঠক হলেও কোনো প্রকার বৈধ দলিল প্রমাণাদি দেখাতে পারেননি।

অপরদিকে জমির মালিক নাসির মুন্সী সমুদয় কাগজপত্র হাজির করলেও দখল না থাকায় রাজনৈতিক কৌশলের ফাঁদে আটকে গেছেন বলে জানিয়েছেন। নাসির মুন্সীর অভিযোগ, তার পৈত্রিক সম্পত্তির দলিলপত্র, রেকর্ড, খাজনা-খারিজসহ বিধিসম্মত কাগজপত্র থাকলেও রাজনৈতিক প্রতিপক্ষ হেলাল উদ্দিনের দল না করায় তিনি জমির দখল পাচ্ছেন না। গত এক মাস ধরে উভয়পক্ষই লোকবল নিয়ে ধান কাটার চেষ্টা চালালে সংঘর্ষ এড়াতে প্রশাসন কঠোর হওয়ায় মাঠেই নষ্ট হচ্ছে সোনালি ফসল।

এ ব্যাপারে শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শৈলকুপার আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ উভয়পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বার বার বৈঠক হয়েছে। সর্বশেষ সোরাপ সেখ কাগজপত্র দেখানোর জন্য কয়েকদিন সময় নিয়েছে বলেই ধান কাটা হয়নি। কাগজপত্র যাচাই-বাছাই পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, স্থানীয় আওয়ামী লীগের বিবাদমান এ দুটি গ্রুপের মাঝে নির্বাচন পরবর্তী সময় থেকেই অস্থিরতা বিরাজ করছে। লক্ষনদিয়া মাঠে ১২ বিঘা জমির ধান কাটাকে কেন্দ্র করে সব ধরনের অপতৎপরতা রুখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ১১:০৩ পূর্বাহ্ণ