নিজস্ব প্রতিবেদক:
পরিচালনা পর্ষদ সভায় ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া ৩টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো বিবিএস ক্যাবলস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং মেঘনা সিমেন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।
মেঘনা সিমেন্ট :
সিমেন্ট খাতের এই কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। লভ্যাংশসহ কোম্পানির আর্থিক অবস্থা এজিএমে শেয়ারহোল্ডাররা অনুমোদন করবেন। এজিএম সকাল ১০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে।
বিবিএস ক্যাবলস :
পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত বিবিএস ক্যাবলসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এটিই কোম্পানিটির প্রথম লভ্যাংশ ঘোষণা। এই লভ্যাংশসহ কোম্পানির আর্থিক অবস্থা এজিএমে শেয়ারহোল্ডাররা অনুমোদন করবেন। এজিএম সকাল ১১টায় গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস :
প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিচালনা পর্ষেদের এ সিদ্ধান্ত এজিএমে শেয়ারহোল্ডাররা অনুমোদন করবেন। এজিএম বিকেল ৪টায় শ্রীপুরের ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ