১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

কসবায় মদসহ ৫ ছাত্রলীগ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মদসহ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় উপজেলার গোপীনাথপর ইউনিয়নের দৌলতপুর ও পাতাবাজার সীমান্ত এলাকা থেকে তাদেরকে গ্রেফতারের পর রাতে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারদের মধ্যে কসবা উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আজিমুর রেজা (২২) ও দ্বিন মোহাম্মদ স্বপন (২২) রয়েছেন। বাকি তিনজনের নামা জানা যায়নি। তারা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

তবে কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন জানান, গ্রেফতারদের মধ্যে শুধুমাত্র স্বপন ছাত্রলীগের, বাকি চারজন সাধারণ ছাত্র। সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে ভুলবুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ১০:৪৮ পূর্বাহ্ণ