নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মদসহ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় উপজেলার গোপীনাথপর ইউনিয়নের দৌলতপুর ও পাতাবাজার সীমান্ত এলাকা থেকে তাদেরকে গ্রেফতারের পর রাতে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারদের মধ্যে কসবা উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আজিমুর রেজা (২২) ও দ্বিন মোহাম্মদ স্বপন (২২) রয়েছেন। বাকি তিনজনের নামা জানা যায়নি। তারা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় সীমান্ত এলাকা থেকে ছাত্রলীগ নেতা আজিমুর ও দ্বিন মোহাম্মদসহ পাঁচ নেতাকর্মীকে পাঁচ বোতল মদসহ গ্রেফতার করা হয়েছে বলে বিজিবির করা মামলায় উল্লেখ করা হয়েছে। রাতে আটকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
তবে কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন জানান, গ্রেফতারদের মধ্যে শুধুমাত্র স্বপন ছাত্রলীগের, বাকি চারজন সাধারণ ছাত্র। সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে ভুলবুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।
দৈনিক দেশজনতা/এন এইচ