স্পোর্টস ডেস্ক:
এবছরই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণাঙ্গ সদস্যের মর্যাদা লাভ করে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। তবে ২০১৮ সালে সূচির জটিলতার কারণে সময় ঠিক মিলছিল না। তবে সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছে যে আফগানিস্তান তাদের প্রথম টেস্ট খেলবে ভারতের বিপক্ষে। ম্যাচটি আয়োজিত হবে ভারতেরই মাটিতে।
বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি সোমবার জানিয়েছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূত্র ধরেই দেশটির অভিষেক টেস্টে প্রতিপক্ষ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত, ‘সূচি অনুযায়ী আফগানদের প্রথম টেস্ট খেলার কথা ২০১৯ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে ভারত ও আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক বিবেচনা করেই আমরা তাদের প্রথম টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’
দৈনিক দেশজনতা/এন আর