১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:০৮

সৌদিতে সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী বছরের প্রথমদিক থেকেই হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পেতে পারেন সৌদি আরবের নাগরিকরা। আগামী বছর থেকে জনসাধারণকে সিনেমা দেখার অনুমতি দেওয়া হবে বলে সোমবার এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিবৃতিতে সৌদি আরবের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আওয়াদ বিন সালেহ আলওয়াদ বলেছেন, “শিল্পটির নিয়ন্ত্রক সংস্থা হিসেবে জেনারেল কমিশন ফর অভিওভিজুয়াল মিডিয়া সৌদি আরবে সিনেমার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।” ২০১৮ সালের মার্চের মধ্যেই প্রথম সিনেমা মুক্তি পাবে, তারা এমনটিই প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন আলওয়াদ। ধর্মীয়ভাবে কঠোর রক্ষণশীল দেশ সৌদি আরবে এতদিন সিনেমা নিষিদ্ধ ছিল।

২০১৮ সালের জুন থেকে সৌদি আরবে নারীদের গাড়ি চালাতে দেওয়ার মাইলফলক সিদ্ধান্তের পর নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ দেওয়ার কথাও ঘোষণা করেছে সৌদি আরব। এবার সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা এল।

দৈনিক দেশজনতা/এন আর  

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৭ ৮:৪৩ অপরাহ্ণ