স্পোর্টস ডেস্ক:
স্পট-ফিক্সিং ইস্যুতে নিষিদ্ধ হলেন আরেক পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জামশেদকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। পাকিস্তান সুপার লিগের গত আসরে স্পট-ফিক্সিং তদন্তে পিসিবিকে ঠিকমতো সহযোগিতা না করায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়।
পাকিস্তান সুপার লিগে স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনা কিংবা বোর্ডকে তদন্তে সহায়তা না করায় এই নিয়ে পঞ্চম ক্রিকেটারকে নিষিদ্ধ করল পিসিবি। এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘পিসিবিকে সহযোগিতা না করায় নাসির জামশেদকে এক বছরের নিষিদ্ধ করা হয়। আগামী দিনগুলোতে আরো ব্যবস্থা নেয়া হবে।’
এর আগেই শারজিল খান এবং খালিদ লতিফকে নিষিদ্ধ করা হয়। অন্যদিকে বোলার মোহাম্মদ ইরফানকে এক বছর এবং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে দুই মাসের জন্য নিষিদ্ধ করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন তিনি। চূড়ান্ত শাস্তি পেলেও ২০১৮ সালের ফেব্রুয়ারির পরই মাঠে নামতে পারবেন জামশেদ।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

