১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩
Popular apps are seen on an iPhone on 10 May, 2017. Recenlty Apple has announced it has been working with Microsoft to bring its music app iTunes to the Windows Store. (Photo by Jaap Arriens/NurPhoto via Getty Images)

ঘুমের ঘোরে আর গন্তব্য পেরিয়ে যেতে দেবে না গুগল

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

এখন থেকে ট্রেন বা বাসে চড়ে আপনার ভ্রমণকে আরও সহজ করে দেবে গুগল ম্যাপ। টেকক্রাঞ্চ’র একটি রিপোর্ট জানিয়েছে, কোনো গণপরিবহনে ওঠা থেকে নামা পর্যন্ত সবগুলো ধাপে আপনাকে নির্দেশনা দিয়ে সহায়তা করবে গুগল ম্যাপ। বাস বা ট্রেন থেকে আপনি যেখানে নামবেন সে জায়গায় পৌঁছে গেলে আপনাকে সতর্ক করে দেবে অ্যাপটি। এর ফলে আপনি যদি বাসে বা ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েন তাহলে আপনার গন্তব্য স্টেশনটি আর মিস করবেন না।

আপনি কোনো জায়গায় কিভাবে যাবেন তা গুগল ম্যাপে খুঁজলে স্ক্রিনের নিচের দিকে একটি ‘স্টার্ট’ বাটন দেখাবে। বাটনটি ক্লিক করলে আপনি গন্তব্যের এগিয়ে যাওয়ার সময় পথের কোথায় আছেন তা দেখিয়ে দেবে গুগল ম্যাপ। গাড়ির পরিবর্তে হেঁটে গেলেও আপনি একই পদ্ধতিতে আপনার অবস্থান নিশ্চিত হতে পারবেন। আপনি ফোন লক করে দিলেও অ্যাপটি ফোনের স্ক্রিনে আপনার বর্তমান অবস্থান দেখাবে এবং গন্তব্যে পৌঁছে গেলে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে।

চেনা রাস্তায় এই ফিচারটি কোনো কাজে না আসলেও, অচেনা কোন শহরে বা এলাকায় গেলে এটি ভীষণ দরকার পড়বে। ট্রানজিট নামের একটি অ্যাপ এখন একই রকম কাজ করে। তবে গুগল ম্যাপ এটি চালু করায় এখন আর আপনাকে আলাদা করে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না একাজে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৭ ২:০৩ অপরাহ্ণ