১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৪৬

আসুসের নতুন নোটবুক

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে আসুস ব্র্যান্ড এর ভিভোবুক এস সিরিজের নতুন নোটবুক। হালকা পাতলা বা আল্ট্রাবুক ধরনের ভিভোবুক এস ১৪ মডেলটির ওজন ১.৩ কেজি এবং ভিভোবুক এস ১৫ এর ওজন ১.৭ কেজি।

ন্যানো এজ ডিসপ্লে সমৃদ্ধ ভিভোবুক এস সিরিজের বডি টু ডিসপ্লে রেশিও হল ৮০%। ইন্টেলের সর্বশেষ অষ্টম প্রজন্মের প্রসেসর ব্যবহারকৃত নোটবুক গুলোতে রয়েছে এনভিডিয়া এমএক্স ১৫০ গ্রাফিক্স কার্ড এবং  ১ টেরা বাইট পর্যন্ত হার্ডডিক্স ও ১২৮ জিবি এসএসডি।

এতে আরও আছে উন্নতমানের ব্যাকলিড কি-বোর্ড, ইউএবি ৩.১, ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই এডাপ্টার ও ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। অষ্টম প্রজন্মের প্রসেসর যুক্ত এই ভিভোবুক এস সিরিজের দাম শুরু হয়েছে মাত্র ৫৭,০০০ টাকা থেকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৭ ১:১৮ অপরাহ্ণ