২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:১৬

ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারীদের বক্তব্য শোনা উচিৎ: হ্যালি

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই আলোচনা-সমালোচনার শীর্ষে ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে যৌন হয়রানির অভিযোগও এসেছে তার বিরুদ্ধে। তবে এ ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে সব নারী যৌন হয়রানির অভিযোগ করেছেন তাদের বক্তব্য শোনা উচিৎ। রবিবার সিবিএস টেলিভিশন চ্যানেলের ফেস দ্য নেশন অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প যৌন হয়রানি করেছেন এমন অভিযোগকারী নারীদের দীর্ঘ তালিকার ব্যাপারে জনগণের মূল্যায়ণ কেমন হওয়া উচিৎ।

হ্যালি বলেন, ‘কোনো নারী কারো বিরুদ্ধে অভিযোগ করলে তার বক্তব্য শোনা উচিৎ। তাদের কথা শোনা উচিৎ এবং তাদের সমস্যার সমাধান করা উচিৎ। আমি মনে করি আমরা নির্বাচনের আগে অংশগ্রহণ করার আগে অভিযোগকারীদের বিষয়ে শুনেছিলাম। আমি মনে করি, যে নারী অবমাননার শিকার হয়েছেন অথবা অভদ্র আচরণের শিকার হয়েছেন, তাদের কথা বলার অধিকার রয়েছে। ’

এদিকে গত অক্টোবরে হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছিলেন, ওই সব ‍নারীদের ব্যাপারে হোয়াইট হাউজের অবস্থান হচ্ছে তারা সবাই মিথ্যা কথা বলছেন। উল্লেখ্য, যৌন অসাদাচরণের অভিযোগ ওঠার পর গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের দুই ডেমোক্রেট ও এক রিপাবলিকান সদস্য পদত্যাগ করতে বাধ্য হন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৭ ১:০৪ অপরাহ্ণ