১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫৮

হাবিপ্রবিতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক:

০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের মেধাতালিকার ভর্তির পর সোমবার অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হয়েছে। রোববার অপেক্ষমান প্রার্থীদের রিপোটিং গ্রহণ করা হয়। এই অপেক্ষমান ভর্তি কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত। রিপোটিং শেষে দেখা যায়, ‘এ’ ইউনিটে ৯২২, ‘বি’ ইউনিটে ৩৯২, ‘সি’ ইউনিটে সায়েন্স+আর্সের ১৮৮ পর্যন্ত এবং কমার্সের ২০১, ‘ডি’ ইউনিটে ৪৯০, ‘ই’ ইউনিটে ৫৬, ‘এফ’ ইউনিটে ৪৯৪, ‘জি’ ইউনিটে আর্টস ২০৮ ও সাইন্স/কমার্স ২৯৫ পর্যন্ত স্থান অবস্থানকারী অপেক্ষমান প্রার্থীদের ফল প্রকাশ করা হয়।

গত ৪ ও ৫ ডিসেম্বর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষে দেখা যায় বিভিন্ন অনুষদের প্রত্যেকটিতে বেশ কিছু আসন ফাঁকা রয়েছে। এক হাজার ৯৯৫ আসনের মধ্যে এক হাজার ২৬৫ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তি হয়েছেন। বিভিন্ন অনুষদের ফাঁকা আসন গুলো হলো- ‘এ’ ইউনিটে ১৯৩টি, ‘বি’ ইউনিটে প্রায় ৯৬টি, ‘সি’ ইউনিটে সায়েন্স+আর্সের ৩৯টি এবং কমার্সের ২৭টি, ‘ডি’ ইউনিটে ১২২টি, ‘ই’ ইউনিটে ১২টি, ‘এফ’ ইউনিটে ১৪৮টি এবং ‘জি’ ইউনিটে ৯৩টি সিট ফাঁকা ছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হাবিপ্রবির ২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্টিত হবে ৪ জানুয়ারি এবং তাদের ক্লাস শুরু হবে ৭ জানুয়ারি। উল্লেখ্য, এবার এক হাজার ৯৯৫টি সিটের বিপরীতে অংশ গ্রহণ করেছিলেন এক লাখ এক হাজার ৫৫৬ জন শিক্ষার্থী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৭ ১০:৪৭ পূর্বাহ্ণ