২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৮

ঘরের মাঠে ম্যানইউকে পরাজয়ের স্বাদ দিল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক:

নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৪০ ম্যাচ ধরে অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে সেখানে সবগুলো ম্যাচই জিতেছে দলটি। কিন্তু নগর প্রতিদ্বন্দ্বী ম্যনচেস্টার সিটি ভেঙে দিল ওল্ড ট্রাফোর্ডে দলটির জয়ের ধারা। রোববার ম্যানচেস্টার ডার্বিতে তারা ২-১ গোলে হারালো ম্যানইউকে। আর টানা ১৪ জয়ে নিজেদের অন্য এক উচ্চতায় নিয়ে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

১৬ রাউন্ডের ম্যাচ শেষ হয়েছে প্রিমিয়ার লিগে। এর মাঝেই পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর সাথে শীর্ষে থাকা ম্যানসিটির পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১১ তে। মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত তারা। আর টানা ১৪ ম্যাচ জিতে দলটি ভেঙে দিয়েছে ২০০১-০২ মৌসুমে গড়া আর্সেনালের টানা ১৩ জয়ের রেকর্ড। ম্যাচের ৪৩ মিনিটে প্রথম গোল পায় সিটি। কেভিন ডি ব্রুইনের কর্নার থেকে গোলটি করেন ডেভিড সিলভা। দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটের মাথায় মার্কাস র‍্যাশফোর্ডের গোলে সমতা ফেরে ম্যানইউ। গোলটি ম্যানসিটি ডিফেন্ডার ফ্যাবিয়ান ডেলফের ভুলে ডি-বক্সে পাওয়া বল থেকে করেছেন তিনি। তবে এই ভুলের মাশুল দিতে হয়নি ডেলফের। ৫৪ মিনিটের মাথায় আরেক ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি গোল করে এগিয়ে দেন ম্যানসিটিকে।

শেষদিকে সিটি গোলরক্ষক এডারসন দুটি ভাল সেভ করেন। ফলে ঘরের মাঠে হার মেনে নিতে হয় হোসে মরিনহোর শিষ্যদের। এই জয়ে ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট হলো ম্যানসিটির। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানইউ। এদিকে প্রিমিয়ার লিগে লিভারপুল ড্র করেছে এভারটনের সাথে। ৪২ মিনিটে লিভারপুল এগিয়ে যায় মোহাম্মদ সালাহের গোলে। ৭৭ মিনিটে গোল করে এভারটনকে হার থেকে উদ্ধার করেন ওয়েইন রুনি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল।

অলিভিয়ের জিরুর ৮৮ মিনিটের গোলে সাউদাম্পটনের সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। ম্যাচের তৃতীয় মিনিটেই চার্লি অস্টিনের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। এই ড্রয়ে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে রইল আর্সেনাল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৭ ১০:৫০ পূর্বাহ্ণ