২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

ত্বকের লাবণ্য ধরে রাখতে ‘হোম ফেসিয়াল’

লাইফ স্টাইল ডেস্ক:

সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কর্ম পরিধি ব্যস্ততা বেড়েই চলেছে। বিশেষ করে আজকাল মেয়েদের লেখাপড়া সাথে সাথে কর্মক্ষেত্রেও অনেক ব্যস্ত সময় কাটান। যার ফলে তারা তাদের স্কিনের প্রতি নজর রাখার জন্য আলাদা সময় পান না। কিন্তু সুন্দর ত্বক প্রতিটি মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সত্যিকার অর্থে তাদের পক্ষে ত্বকের যত্ন নেওয়ার অতিরিক্ত সময়টুকু বের করা অনেক কঠিন হয়ে পরে। প্রতি ১৫ দিনে একবার সম্ভব না হলে মাসে অন্তত একবার স্কিনকে ভালো রাখতে ফেসিয়াল করা প্রয়োজন। যথাযথ সময়ের অভাবে অনেকেরই বিউটি পার্লারে যেয়ে ফেসিয়াল করা হয় না। তাই কর্ম ব্যস্ত নারীরা চাইলে ঘরে বসে থেকেই নিজে নিজে ফেসিয়াল করে তাদের স্কিনের লাবণ্য ধরে রাখতে পারেন।

প্রতিদিন ফেসিয়াল করার ফলে আপনার মুখের ত্বক হবে সুন্দর ও আকর্ষণীয় এবং মুখের রক্ত চলাচল স্বাভাবিক হয়। তবে মনে রাখা উচিত ঘরোয়া ফেসিয়াল ব্যবহার করাই ভালো।

উপকরণ:
ফেসিয়ালের করবার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপকরণগুলোর কিছু হলো
নিকন টনিক,
লোশন,
ক্রিম,
ব্ল্যাক হেড রিমুভার,
গোলাপ জল এবং হেয়ার ব্যান্ড।

যেভাবে করবেন:
প্রথমে হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এবার বিছানায় অথবা হেলানো চেয়ারে আরাম করে শুয়ে মাথাটা পেছন দিকে দিয়ে হেলিয়ে নিয়ে চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে দিবেন। ক্লিনজিং মিল্ক তুলার সাহায্যে আলতোভাবে মুখে মাখিয়ে পুরো মুখ ধুয়ে নিন। দুই টুকরো তুলা ঠাণ্ডা পানিতে ভিজিয়ে (অতিরিক্ত পানি চিপে ফেলে দিন) আলতোভাবে চোখের ওপর লাগিয়ে চোখ দুটি ঢেকে নিন।

এরপর অল্প অল্প করে ক্রিম হাতে লাগিয়ে আঙুল দিয়ে ভালোভাবে আস্তে আস্তে ম্যাসেজ করবেন। স্কিন তৈলাক্ত হলে লেমন ক্রিম আর যদি শুকনো হয় তাহলে কোর্ল্ডক্রিম ব্যবহার করবেন। ব্রণ যদি থাকে তাহলে সাবধানে ব্রণের জায়গাগুলো বাদ রেখে আলতোভাবে ম্যাসাজ করুন।
ম্যাসাজ শুরু করবেন ঘাড় থেকে। ধীরে ধীরে ম্যাসাজ করবেন, স্কিনে বেশি চাপ না দিয়ে। হাত দুইটা এক সমান রেখে মুখের চারিপাশে ম্যাসাজ করতে থাকুন। ১০ থেকে ২০ মিনিট ধরে এটি করতে থাকবেন। এই অবস্থায় ৫ মিনিট রেখে দিন, ম্যাসাজ করা শেষ হলে। তারপর এক টুকরা পরিষ্কার কাপড় বা তুলা দ্বারা মুখটি পরিষ্কার করে মুছে নিবেন।

যদি তৈলাক্ত ত্বক হয় তাহলে মুখ মুছে ফেলার পর ত্বকে টনিক দিয়ে ম্যাসেজ করে নিবেন।

ট্রিটমেন্ট ফেসিয়াল:
এই ফেসিয়ালে ব্যবহৃত উপকরণগুলো বড় বড় প্রসাধনীর দোকানে পাওয়া যায়। তবে এ ফেসিয়াল করার সময় একটু বেশি যত্নবান হতে হবে। এতে ব্যবহারিত উপকরণের উপাদান সম্পর্কে আগে ভালোভাবে জানে নিতে হবে।

উপকরণ:
ট্রিটমেন্ট ফেসিয়ালের জন্য যা যা দরকার তা হল
ক্লিনজিং ক্রিম,
টিস্যু পেপার বা তুলা,
হারবালের শসা প্যাক,
হারবাল অ্যাপ্রিকোট ক্রিম,
ক্লিনিজং মিল্ক ম্যাসাজ ক্রিম,
স্টিম বা বাষ্প (পানি গরম করে তার ভাপ),
প্যাক লাগানোর ব্রাশ,
ব্রণ স্টিক।

যেভাবে করবেন:
প্রথমে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা ম্যাসাজ করুন। ম্যাসাজ শুরু করতে হবে থুঁতনি থেকে। তারপর নাকের নিচটা এভাবে চোখের নিচে এবং উপরে। এভাবে গালের ওপর কমপক্ষে দশবার।

ম্যাসাজ করার পর ক্লিনজিং মিল্ক লাগিয়ে পরিষ্কার করুন।

এরপর অ্যাপ্রিকোট ফ্রেশ ক্রিম দিয়ে আবার ম্যাসাজ করুন একই নিয়মে। ৫ মিনিট অপেক্ষা করুন।

এরপর মুখে গরম পানির ভাপ দিন। গরম পানি পাতিলে করে নেবেন।

সুতা চার ভাঁজ করে ক্রিমগুলো কেঁচে উঠিয়ে নিন।

এরপর হারবালের শসা প্যাক তৈরি করে মুখে লাগিয়ে অপেক্ষা করুন ৩০ মিনিট।

তারপর মুখ পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে স্কিন টনিক দিয়ে হালকা ম্যাসাজ করে সম্পন্ন করুন ফেসিয়াল পর্ব।

এভাবে ঘরোয়া ফেসিয়াল এর মাধ্যমে আপনার ত্বকের উজ্জ্বলতা ও লাবন্যতা ধরে রাখুন বহুদিন। নিয়মিত ফেসিয়ালকরলে যাদের মুখে ব্রণের প্রবণতা আছে তা কমে যাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ১২:৪৫ অপরাহ্ণ