২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০৫

নির্বাচন সঠিক সময়ে হবে কিনা এখন মানুষের প্রশ্ন: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক:

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে হবে কিনা মানুষের মধ্যে এমন প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।
শনিবার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, আগামী নির্বাচন সঠিক সময়ে হবে কিনা; সব দল এ নির্বাচনে অংশ নেবে কিনা; নির্বাচনের আগ মুহূর্তে, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়ে কী ঘটতে পারে; এর মধ্য দিয়ে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে; রাজনৈতিক এবং গণতান্ত্রিক পরিস্থিতি ভালো না খারাপের দিকে যাবে; অর্থনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগের অবস্থা কি হবে; শিল্পায়ন হবে কিনা; বেকারত্ব বাড়বে কিনা; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আরও ঊর্ধ্বগতি হবে নাকি এর লাগাম টেনে ধরা সম্ভব হবে- এরকম হাজারও প্রশ্ন এখন মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু এসব প্রশ্নের উত্তর মিলছে না বলেই সর্বত্র অনিশ্চয়তা এবং অস্থিরতা বিরাজ করছে।
নিজের দল জাতীয় পার্টির অবস্থান সম্পর্কে জিএম কাদের বলেন, সাধারণ মানুষ মনে করে জাতীয় পার্টির নিজস্ব কোনো রাজনীতি নেই। জাতীয় পার্টি না সরকারি দল, না বিরোধী দল। দলটির নিজস্ব কোনো বক্তব্য নেই। ফলে এ অবস্থার অবসান ঘটিয়ে পার্টিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে। আর এ প্রস্তুতির অংশ হিসেবেই প্রথমে দলের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পাশাপাশি দলকে গোছাতে হবে। নবীন-প্রবীণের সমন্বয়ে পার্টিকে তৃণমূল পর্যন্ত ঢেলে সাজাতে হবে। যারা নিষ্ক্রিয় তাদের সক্রিয় করতে হবে। তরুণদের এগিয়ে আনতে হবে। তাদের কাজে লাগাতে হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ