২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

মুক্তিযুদ্ধে মা-বোনেদের অবদান নিয়ে একটি কবিতা

মুক্তিযুদ্ধ: মা-বোনেদের কতো কষ্টের ফল
– সাকিব জামাল
বিজয়ের গান গাইতে গিয়ে
চোখে আসে জল,
মুক্তিযুদ্ধ: মা-বোনেদের
কতো কষ্টের ফল ।।
কতো মা ইজ্জত দিলো
ছেলে মেয়ের সামনে
কতো বোন শিকার হলো
রাজাকারের ফান্দে ।
এসব ভুলি কেমন করে
বল তোরা, আমায় বল ।।
মুক্তিযুদ্ধ: মা-বোনেদের
কতো কষ্টের ফল ।।
কতো মা যুদ্ধ করলো
পাক সেনাদের সাথে,
কতো বোন সেবা করলো
এ বাঙালি বাঁচাতে ।
এসব ভুলি কেমন করে
বল তোরা, আমায় বল ।
মুক্তিযুদ্ধ: মা-বোনেদের
কতো কষ্টের ফল ।।
কতো মা বিধবা হলো
হারালো সন্তান,
কতো বোন পাগল হলো
হারিয়ে সম্মান ।
এসব ভুলি কেমন করে
বল তোরা, আমায় বল,
মুক্তিযুদ্ধ: মা-বোনেদের
কতো কষ্টের ফল ।।
প্রকাশ :ডিসেম্বর ৮, ২০১৭ ৮:৫৫ অপরাহ্ণ