১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

ফলোআপ : রোহিঙ্গা ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালতের ৫ ব্যক্তিকে জরিমানা

কায়সার হামিদ মানিক,উখিয়া
কক্সবাজারের উখিয়ায় “রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সক্রিয় শতাধিক ভূঁয়া ডাক্তার” শীর্ষক সংবাদের প্রকাশের জের ধরে অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৫টি মামলা দায়ের করা করেছে। ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: নিকারুজ্জামান জানান, বিষয়টি আমাদের নজরে ছিল আজ ( গতকাল) সংবাদ প্রকাশের পর মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ অভিযানে ৫জনকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রত্নাপালং ইউনিয়নের আব্দু ছবির পুত্র জাফর আলমকে ২ হাজার টাকা। রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার ভুলু মিয়ার পুত্র আহমদ কবিরকে ২ হাজার টাকা। আহমদ মিয়ার পুত্র জিয়াবুলকে ৫ হাজার টাকা। সিকদারবিল এলাকার নজির আহমদের পুত্র মো: আইয়ুবকে ২ হাজার টাকা। রামু দারিয়ার দীঘি এলাকার মালেক জামান এর পুত্র আব্দু রাজ্জাককে ১ হাজার টাকা সহ মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার বিষয়ে আগাম সংবাদ পেয়ে ভুঁয়া ডাক্তার ও ফার্মেসী মালিকরা দোকান বন্ধ করে পালিয়েছে বলে জানা গেছে।
দৈনিক দেশজনতা/এন আর  
প্রকাশ :ডিসেম্বর ৮, ২০১৭ ৯:০২ অপরাহ্ণ