২৭শে জানুয়ারি, ২০২৫ ইং | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৫৫

ঢাবিতে আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ২০তম আন্তর্জাতিক গণিত সম্মেলন আজ শুরু হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
 বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।
 সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘‘দক্ষিণ এশিয়ার গণিতবিদদের সাথে সেতু বন্ধন”। উক্ত সম্মেলনের ১২জন আমন্ত্রিত অতিথি প্রবন্ধ উপস্থাপন করবেন এবং ১৩০টি প্রন্ধ উপস্থাপনের জন্য গ্রহণ করা হয়।

নির্বাচিত প্রবন্ধ বাংলাদেশ গণিত সমিতির জার্নালে প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্মেলনে শ্রেষ্ঠ পোস্টার ও প্রবন্ধ উপস্থাপনের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। উক্ত সম্মেলন দক্ষিণ এশিয়ার গণিতবিদদের মধ্যে জ্ঞানের আদান প্রদান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবে। ফলে আমাদের দেশের গণিতবিদদের জ্ঞান, অভিজ্ঞতা, উৎকর্ষতা, কার্যকরীতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন। গণিতের গবেষণা, জ্ঞান, তরুন গণিতবিদরা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে নিজেরা উপকৃত হবে এবং গণিত শিক্ষার মান উন্নয়নে সহায়তা করবে।

উক্ত সম্মেলনে মিডিয়া পার্টনার হিসাবে ইলেক্ট্রনিক মিডিয়া নিউজ ২৪, প্রিন্ট মিডিয়া দৈনিক মানবজমিন, ডেইলি সান, ক্যাম্পাসলাইফ২৪ অংশগ্রহণ করবে। আর্থিকভাবে সহযোগিতা করেন CASIO Japan ওআইসি অংগ প্রতিষ্ঠান COMSTECH.

দৈনিক দেশজনতা/এন আর  

প্রকাশ :ডিসেম্বর ৮, ২০১৭ ৮:৩১ অপরাহ্ণ