২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাইনী ও অবস সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) ২৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন এবং সংস্থার ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার সকাল ৯টায় স্থানীয় গ্রান্ড সুলতান রিসোর্টে অনুষ্ঠিত সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন। ওজিএসবির চেয়ারপার্সন ডা. লায়লা আরজুমান বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও যুক্তরাজ্যসহ দেশের প্রায় ৩ হাজার বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধিরা যোগ দেন।

বিজ্ঞান সম্মেলনে বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কূটনৈতিক ডা. একে আব্দুল মোমেন, বিএমএর মহাসচিব ডা. মো. এহতেশামুল হক চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর মোরশেদ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রকাশ :ডিসেম্বর ৮, ২০১৭ ৩:৫৮ অপরাহ্ণ