দৈনিক দেশজনতা ডেস্ক:
মুসলমানদের পবিত্র শহর আল কুদসকে (জেরুজালেম) ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন ইসলামি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ইসলামি সংগঠনগুলোর নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

