নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় সংস্থাটির ৭ কর্মকর্তাসহ ১১ জনের কোনো দোষ না পাওয়ায় তাদের অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা এই প্রতিবেদন দাখিল করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আদালত পুলিশের সাধারণ নিববন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান।
তিনি জানান, সন্ধ্যায় প্রতিবেদনটি পাওয়ার পর কোনো বিচারক উপস্থিত না থাকায় আজ শুনানি হয়নি। আগামী ১১ ডিসেম্বর আদালতে এই প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। ওইদিনই আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এসএ সিদ্দিক ও প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, বিমানের প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং অফিসার) নাজমুল হক, প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান,
প্রকৌশল কর্মকর্তা সামিউল হক, লুৎফর রহমান, প্রকৌশল কর্মকর্তা মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন, টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান ও কনিষ্ঠ টেকনিশিয়ান শাহ আলম।
গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমানে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়, যার কারণে সেটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। পরে অন্য একটি বিমানে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বুদাপেস্টে পৌঁছানো হয়। ত্রুটি সারিয়ে বিমানটি পরে হাঙ্গেরিতে পাঠানো হয়।
দৈনিক দেশজনতা/এন এইচ