১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

গোলাপগঞ্জের কালীজুরিতে যুবসমাজের উদ্যোগে রোডল্যাম্প স্থাপন

 গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধিঃ

গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের কালীজুরিতে রোডল্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ উপলক্ষে এলাকার প্রবীণ ব্যক্তিত্ব বাহার উদ্দিনের সভাপতিত্বে, তরুণ সমাজ সেবী এইচ ইউ শিপলুর পরিচালনায় ও মাওলানা জয়নুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুল আলম। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি মোহাম্মদ চেরাগ আলী, বুধবারী বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, কুশিয়ারা ওয়েলফেয়ার এসোসিয়েশেনের আতিকুর রহমান, কালীজুরি প্রভাতি সংঘের সহ-সভাপতি হিফজুর রহমান, বিশিষ্ট সমাজসেবী হারুন মিয়া, বাগীরঘাট যুব সঙ্গের সভাপতি জাবির আহমদ জাবলু, সাংবাদিক ফয়ছল আহমদ, সমাজসেবী সাইফুল্লাহ, আয়নাল আহমদ, সাজিদ মিয়া, সাদেক মিয়া, সামাজিক সংগঠন সলিড গ্রুপের কামাল হোসেন, লুতু মিয়া, মাসুক মিয়া, বিলাল আহমদ, জুনেদ খান প্রমুখ।

সভায় স্থানীয় বক্তারা তাদের বক্তব্যে বলেন কতিপয় অপরাধির কারণে আজ কালীজুরি গ্রামের সামাজিক অবস্থান বিপর্যয়ের মুখে। অপরাধমুক্ত সমাজ গঠনে আগামীতে বিভিন্ন কর্মসূচী নেয়া হচ্ছে। ঐসব কর্মসূচীতে সর্বস্তরের জনগন অংশগ্রহন করার জন্য বক্তারা সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য যে কালীজুরি গ্রামের পশ্চিমাংশের মৎস্যজীবি পল্লীতে স্থানীয় যুবসমাজের উদ্যোগে রাস্তায় বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়েছে। যুবসমাজের এমন উদ্যোগ এলাকাকে আলোকিত করায় অনেকেই ধন্যবাদ জানালেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৭ ৮:২৭ অপরাহ্ণ