৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১০

চেক ডিজনার মামলায় গোলাপগঞ্জের সাজাপ্রাপ্ত দুই আসামী ঢাকা থেকে গ্রেপ্তার

গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জের চেক ডিজনার মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) রাতে ঢাকার ফকিরাপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পণ্টন থানার সহযোগীতায় গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ সোমবার রাতে তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর ইউনিয়নের তৈপুর গ্রামের মৃত হোসেন আহমদের পুত্র ফখরুল ইসলাম লিটন (৩৮), ও বাঘা ইউনিয়নের কান্দিগ্রাঁ গ্রামের মৃত ওয়াছির আলীর পুত্র ফাতা মিয়া (৫০)। গ্রেপ্তারের পর মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে তাদের কোর্টে চালান দেয়া হয়েছে।
গ্রেপ্তারের সততা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের বলেন, গ্রেপ্তারকৃত ফখরুল ইসলাম লিটনের বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। এর মধ্যে দু’টি মামলায় ১৮ মাসের সাজা ও ২৮লক্ষ টাকা জরিমানা রয়েছে এবং ফাতা মিয়ার বিরুদ্ধে ৬ মাসের সাজা ও ৫লক্ষ টাকা জরিমানা রয়েছে বলে জানান তিনি

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৭ ৮:৪৫ অপরাহ্ণ