১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

রংপুরের সামনে ঢাকার ১৩৮ রানের লক্ষ্য

স্পোর্টস ডেস্ক

রংপুর রাইডার্সের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খেলছেন না। বিপিএলের প্লে-অফ নিশ্চিত হওয়ায় নিয়ম রক্ষার ম্যাচে তাদের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। শীর্ষ চারে থাকলেও ঢাকা ডায়নামাইটসের জন্য এটি দ্বিতীয় স্থান নিশ্চিত করার ম্যাচ। বৃহস্পতিবার এমন গুরুত্বপূর্ণ খেলায় ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রানই সংগ্রহ করতে পারল দলটি। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ১৩৮ রান।

প্লে-অফের আগে ঢাকা ও রংপুর দুই দলেরই শেষ ম্যাচ এটি। এই ম্যাচটি জিতলে রংপুর তৃতীয় দল হিসেবে এলিমিনেটর ম্যাচ খেলবে। কিন্তু ঢাকার জয় তাদের এনে দিবে শীর্ষ দুইয়ে থাকার সুযোগ। ফলে পথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনাল খেলার একটি সুযোগ থাকবে দলটির।

কিন্তু ঢাকার ব্যাটসম্যানরা সে অনুযায়ী ব্যাট করে চ্যালেঞ্জে ফেলতে পারেননি রংপুরের বোলারদের। মাত্র ৪ রান করে উইকেট হারান গত ম্যাচের হাফসেঞ্চুরিয়ান ওপেনার সুনিল নারিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটের বিনিময়ে ৪৮ রান। এখান থেকে অধিনায়ক সাকিব আল হাসান ও বিপিএলের গেল আসরের চমক মেহেদী মারুফ হাল ধরেন দলের। দুজন মিলে যোগ করেন ৫৫ রান। মারুফ ৩৩ রানে সাজঘরে ফিরলেও সাকিব শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। তার ৩৩ বলে ৪৭ রানের ইনিংস ২০ ওভার শেষে ঢাকাকে নিয়ে যায় ১৩৭ রানে। এবারের বিপিএলে এটাই সাকিবের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এই ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কা। রংপুর পেসার রুবেল হোসেন ৩২ রান খরচায় ২ উইকেট পান। পেসার হান্ট থেকে উঠে আসা ২৩ বছর বয়সী এবাদত হোসেন ৩৭ রানে ২ উইকেট পেয়েছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৭ ৪:১৬ অপরাহ্ণ