আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যে গত সপ্তাহে দুইজন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। তারা এক বিবৃতিতে জানায়, নভেম্বরের শেষ দিকে দেশটির কাউন্টার টেরোরিজম কমান্ড সদস্যরা দক্ষিণ-পূর্ব বার্মিংহামে ২০ বছর বয়সী নাইমুর জাকারিয়া রহমান এবং ২১ বছর বয়সী মোহাম্মদ আকিব ইমরান নামের দুইজনকে গ্রেপ্তার করে। স্কাই নিউজ মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে হত্যার পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছে। পুলিশ ধারনা করছে, ডাউনিং স্ট্রিটে বিশেষ উপায়ে বিস্ফোরন ঘটিয়ে আতঙ্ক তৈরি এবং থেরেসা মে এর উপর হামলা চালিয়ে হত্যার পরিকল্পনা করা হয়।
এই সংবাদ প্রকাশের পর মে’র এক মুখপাত্র বলেন, ব্রিটেনে বিগত ১২ মাসে ৯ বার থেরেসা মে’কে হত্যার পরিকল্পনা নস্যাৎ করেছে মেট্রোপলিটন পুলিশ। কর্তৃপক্ষ জানায়, বুধবার অভিযুক্তদের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
দৈনিকদেশজনতা/ আই সি