২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫১

সমঝোতায় এলে ক্ষমা করা হবে আটক প্রিন্সদের

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে দুর্নীতির অভিযোগে আটক প্রিন্স ও ধনাঢ্য ব্যবসায়ীদের বেশিরভাগই কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় রাজি হয়েছেন। এমন তথ্য দিয়েছে সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল। কর্তৃপক্ষ বলছে, সমঝোতায় এলে ক্ষমা করা হবে আটককৃতদের। তবে সমঝোতার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আর আটক রাজপুত্রদের মধ্যে কারা কারা সমঝোতায় রাজি হয়েছেন, সে তালিকাও প্রকাশ করা হয়নি। তবে এখনও যারা রাজি হননি, তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানানো হয়।
এর আগে গত সপ্তাহে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা অনুসারে সৌদি রাজ কোষাগারে ১০০ কোটি মার্কিন ডলার দিয়ে মুক্তি পান রাজপুত্র মিতেব বিন আবদুল্লাহ। নভেম্বরের শুরুতে দুর্নীতিবিরোধী অভিযানে আটক করা হয় রাজপুত্র এবং ধনাঢ্য ব্যক্তিসহ অন্তত ২০০ জনকে। অভিযুক্তদের আটক রাখা হয়েছে বিলাসবহুল হোটেল রিৎজ কার্লটনে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৭ ৪:১০ অপরাহ্ণ