নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, জঙ্গিবাদ উত্থান রোধে শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক পাঠ্যবই বাধ্যতামূলক করেছে। সে আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিষয়ে পাঠদানের উদ্যোগ গ্রহণ করেছে।
‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিষয়ক কোর্সটি নতুন প্রজন্মকে পাঠদানের মধ্যদিয়ে দেশপ্রেমিক নাগরিক এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে আরো সচেতন করে তুলবে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪০-তম সভায় এবং ৭৪-তম সিন্ডিকেট সভায় বিষয়টি অনুমোদিত হয়। আজ বুধবার দুপুর ১২টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ