২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় : বাস ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ফার্মগেট এলাকায় সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একটি বেসরকারি পরিবহনের যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফার্মগেটের পূর্ব তেজতুরী বাজারস্থ ফুটওভার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ভাড়া দেয়াকে কেন্দ্র করে লাব্বাইক পরিবহনের তিনটি বাস ভাঙচুর করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সরকারি বিজ্ঞান কলেজের কয়েকজন শিক্ষার্থী গাবতলী থেকে আসা লাব্বাইক পরিবহনের তিনটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ আসার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এদিকে শিক্ষার্থীদের দাবি, লাব্বাইক বাসগুলো সিটিং সার্ভিসের নাম করে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছিল। এছাড়া সঠিক সময়ে তারা কলেজে আসতে পারেন না। কারণ বাসগুলো যেখানে সেখানে থামিয়ে যাত্রী উঠায়, দাঁড়িয়ে থাকে। তাই ক্ষুব্ধ হয়ে তারা কয়েকজন শিক্ষার্থী বাস ভাঙচুর করেছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ১২:২৯ অপরাহ্ণ