১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

রসিকে বিএনপি প্রার্থী বাবলার গণসংযোগ শুরু

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাওছার জামান বাবলা। তিনি  মঙ্গলবার সকালে নিজ এলাকা মাহিগঞ্জের সাতমাথা থেকে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন। বিভিন্ন দোকানপাট ও রাস্তার সাধারণ মানুষের সাথে করমর্দন ও কোলাকুলির মাধ্যমে ভোট ও দোয়া চাইছেন তিনি।

গণসংযোগের মাঝে তিনি সাংবাদিকদের জানান, এখন থেকেই বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতারা মাঠে কাজ করে যাবেন।  তিনি বলেন, বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নেই। রসিকের সাধারণ মানুষও বিএনপির পক্ষে আছেন। সরকারের অন্যায় অত্যাচার ও জুলেমের বিরুদ্ধে সোচ্চার সবাই। সুন্দর নগরী গড়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করতে বিপুল ভোটে জনগণ তাকে নির্বাচিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ