১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

গোয়ায় ব্রিজ ধসে নিহত ২,

দেশজনতা অনলাইন:

ভারতের গোয়ায় একটি ব্রিজ ধসে অন্তত দু’জন নিহত ও বহু পথচারী নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।
চারকোরেমে সাভোরডেম নদীতে ঝাঁপ দেয়া এক ব্যক্তিকে উদ্ধারে নদীতে সন্ধান চালাচ্ছিলেন ডুবুরিরা।এই তৎপরতা দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসুক জনতা নদীর ওপর পরিত্যক্ত ব্রিজটিতে জড়ো হলে সেটি ধসে পড়ে। ৬০ বছরেরও পুরনো ওই ব্রিজটি বেশ আগেই পরিত্যক্ত ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানায়, ধসে পড়া ব্রিজের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এক টুইট বার্তায় তিনি এই উদ্ধারকাজ তদারকি করছেন বলে জানিয়েছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৯, ২০১৭ ১১:২৭ পূর্বাহ্ণ