১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

মাদারীপুরে পাটক্ষেতে নারীর লাশ,

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচর মোল্লাকান্দি গ্রামের পাটক্ষেত থেকে বৃহস্পতিবার অজ্ঞাতনামা (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।পুলিশ জানায়, পাট ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত আনুমানিক ৯টার দিকে লাশটি উদ্ধার করেছে। লাশের পাশে লাল-খয়েরি রংয়ের একটি ভ্যানিটি ব্যাগও পুলিশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে রাতেই ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান অজ্ঞাতনামা নারীকে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে হত্যার পর লাশ পাটক্ষেতে ফেলে যায় বলে ধারণা করছি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৯, ২০১৭ ১১:৪৫ পূর্বাহ্ণ