১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৩

কাশ্মীরের নিয়ন্ত্রণ পাবে না ভারত : অরুন্ধতী

দেশজনতা অনলাইন:

ভারত কখনই অধিকৃত কাশ্মীরের দখল নিতে পারবে না। কাশ্মীরে সেনার সংখ্যা সাত লাখ থেকে বাড়িয়ে ৭০ লাখ করা হলেও কখনও সেই এলাকার দখল নিতে পারবে না দিল্লি। কাশ্মীরের মাটিতে দাঁড়িয়েই এই মন্তব্য করেছেন ভারতীয় বিশিষ্ট সাংবাদিক এবং মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়।

চলতি সপ্তাহে কাশ্মীর সফরে গেছেন অরুন্ধতী রায়। জম্মু কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগরে তিনি বলেছেন, “অধিকৃত কাশ্মীর কখনই ভারতের শাসনে আসবে না। কাশ্মীরে সাত লাখ থেকে বাড়িয়ে ৭০ লাখ সেনা মোতায়েন করলেও কাশ্মীরবাসীর স্বাধীনতার আন্দোলন দমন করতে পারবে না দিল্লি।” কাশ্মীরের মাটিতে ভারতের আগ্রাসন অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন সাংবাদিক অরুন্ধতী রায়।
ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর ওপরেও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অরুন্ধতী। তার কথায়, “লেখক শিল্পীদের শিল্পী সত্ত্বা আটকে দিচ্ছে ভারত সরকার। অপছন্দের কিছু লিখলেই লেখক বা সাংবাদিকদের জেলে ঢুকিয়ে দেয়া হচ্ছে। অন্যদিকে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।”

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৯, ২০১৭ ১১:২০ পূর্বাহ্ণ