২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৭

স্ট্রেস থেকে মুক্তি পেতে লেমন অয়েল

স্বাস্থ্য ডেস্ক:

সকালে লেবুর সঙ্গে গরম পানি মিশিয়ে খাচ্ছেন আবার কখনো সবুজ শাক, সবজি খেয়ে পেট ঠিক রাখার চেষ্টা করছেন। কিন্তু, কোনো কিছুতেই কাজের কাজ হচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন রকম কীর্তি করেও ডাক্তারের চেম্বার থেকে পাততাড়ি গুটিয়ে নিতে পারছেন না। এরকম যদি হয়, তাহলে লেমন অয়েল একবার পরখ করে দেখুন।

প্রতিদিন যদি একটু একটু করে লেমন অয়েল পেটে পড়ে আপনার, তাহলে কতটা উপকার পাবেন, তা হয়তো জানেন না আপনি। প্রতিদিন লেমন অয়েল খেতে পারেন তাহলে শ্বাসকষ্ট থেকে রেহাই পেতে পারেন। সাইনাসের সমস্যা কমিয়ে দেয় লেমন অয়েল। ফলে শ্বাসের কষ্ট থেকে পেতে পারেন মুক্তি।

ওজন কমাতেও সাহায্য করে লেমন অয়েল। পাশাপাশি পেট ব্যথাসহ পেটের বিভিন্ন গণ্ডগোল কমাতেও সাহায্য করে লেমন অয়েল। এক গ্লাস পানিতে ৩-৪ ড্রপ লেমন অয়েল মিশিয়ে নিয়ে খেলে, পেটের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। হজম শক্তি বাড়াতে সাহায্য করে লেমন অয়েল। পাশাপাশি রক্ত সঞ্চালনেও সাহায্য করে লেমন অয়েল। প্রতিদিন লেমন অয়েল ব্যবহার করতে পারলে ইনসোমনিয়া থেকে মুক্তি পাবেন আপনি। ভালো হবে ঘুম। ঘুমনোর আগে যদি কিছুটা তুলোর মধ্যে লেমন অয়েল মিশিয়ে শ্বাস নিতে পারেন, তাহলে ঘুম ভালো হবে।

অনেক সময় চিন্তা থেকে মুক্তি পেতে অনেকে ব্যবহার করেন লেমন অয়েল। যেকোনো ধরণের স্ট্রেস থেকে মুক্তি দেয় লেমন অয়েল। তাই আর দেরি করবেন না। লেমন অয়েল ব্যবহার শুরু করুন আর বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২, ২০১৭ ১১:২৭ পূর্বাহ্ণ