১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৯

বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ঢাকা-রাজশাহী

স্পোর্টস ডেস্ক:

রাজশাহী কিংস বিপিএল পয়েন্ট টেবিলে আছে পাঁচ নম্বরে। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। আর দুটি ম্যাচ বাকি। প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখতে দুটি ম্যাচেই জয় প্রয়োজন তাদের। ঢাকায় শেষ পর্বে তাদের দুটি খেলার প্রথমটির প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। দলটি ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলে ৩ নম্বরে আছে। তবে শেষ দুটি ম্যাচে হার কেড়ে নিতে পারে তাদের প্লে-অফে খেলার স্বপ্ন। জয় ছাড়া আর কিছু নয়- এমন কঠিন সমীকরণ নিয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হচ্ছে গেলবারের ফাইনালিস্ট এই দুই দল। দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।

অলিখিত এক ফাইনাল যেন রাজশাহী ও ঢাকার মধ্যে। ম্যাচটি জিতলে প্লে-অফে খেলা নিশ্চিত ঢাকার জন্য। আর হারলে সেই সম্ভাবনা অনেকটাই ঝুলে পড়বে সুঁতোর উপর। রাজশাহীর ক্ষেত্রেও অনেকটা একই সমীকরণ। তবে ৩ পয়েন্টে এগিয়ে থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ঢাকা।

গেলবার রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা। এবারও বিপিএলের প্রথম সাক্ষাতে সাকিব আল হাসানরা হারিয়েছেন ড্যারেন স্যামিদের। শুধু হারায়নি, ব্যাটে-বলে রাজশাহীর চেয়ে অনেক এগিয়ে ছিল ঢাকা। দুই ক্যারিবীয় ইভিন লুইস ও কাইরন পোলার্ডের ঝড়ে ২০ ওভারে ২০১ রানের পাহাড়ে উঠেছিল তারা। বোলিংয়ে শহীদ আফ্রিদি ও আবু হায়দার রনির তোপে ১৩৩ রানেই অল আউট রাজশাহী। ৬৮ রানের হার। আবার সেই ম্যাচটা শেরে বাংলা স্টেডিয়ামে হওয়ায় শনিবার মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবেন সাকিবরা।

তবে স্যামির নেতৃত্বে সর্বশেষ ম্যাচে চিটাগং ভাইকিংস এর বিপক্ষে জয় পেয়েছে রাজশাহী। সে ম্যাচেই বিপিএলে অভিষিক্ত রাজশাহীর যুবা পেসার কাজী অনিক ৪ উইকেট নেন। ম্যাচটিও তারা যেতে ৩৩ রানে। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শেষ ম্যাচ হেরেছে ঢাকা। তাই সাকিবের নেতৃত্বে ঢাকার সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা হলেও স্বস্তি দেবে রাজশাহীকে। ক্রিকেট ভক্তরা শনিবার দারুণ এক প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতে যাচ্ছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২, ২০১৭ ১১:২৩ পূর্বাহ্ণ